ক্রীড়া প্রতিবেদক
রাঙামাটি জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি কনৌজ চাকমা নিপুন এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ৪ ঠা আগষ্ট শুক্রবার রাঙামাটি প্রেসক্লাব সম্মেলন কক্ষে স্মরন সভার আয়োজন করে রাঙামাটি জেলা আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন।
কনৌজ চাকমা নিপুন একাধারে ফুটবলার ও ক্রিকেটার ছিলেন। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তালিকাভুক্ত আম্পায়ার হিসেবে রাঙামাটি ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত ছিলেন। তিনি উইন ষ্টার ক্লাবের সহ সভাপতি ও রাজবাড়ী ক্লাবের সদস্য ছিলেন। তিনি বেসরকারী একটি এনজিওতে কর্মরত ছিলেন।
কনৌজ চাকমা নিপুনের স্মরন সভায় উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠক ওয়াশিংটন চাকমা,মনিরুল ইসলাম,রমজান আলী,কিংশুক চাকমা,পুলক বড়ুয়া,পথিকৃৎ রায় কোরক,জয়জিৎ খাসী নতুন,মোঃ আলম,মোঃ মইনউদ্দিন,বেনু দত্ত,দীপংকর খীসা পিকো,আব্দুল গফুর,পরিতোষ তালুকদার,ইয়াছিন মিশু,ইলিয়াছ লেথাম,মোঃ হাসানসহ বিভিন্ন ক্রীড়া সংগঠকবৃন্দ।
স্মরন সভায় বক্তারা কনৌজ চাকমা নিপুনের অকাল প্রয়ানকে রাঙামাটি ক্রীড়াঙ্গনের জন্য বিশাল ক্ষতি বলে উল্লেখ করেন।এরকম নম্র,ভদ্র,সজ্জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকের এভাবে চলে যাওয়া মেনে নেয়া কঠিন।বক্তারা বলেন রাঙামাটি ক্রীড়াঙ্গনে সকলের উচিত প্রয়াত ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের যোগ্য সম্মান ও পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া।সবাইকে একদিন পৃথিবী ছেড়ে যেতে হবে রয়ে যাবে তাদের কর্ম ও ব্যবহার।কনৌজ চাকমা নিপুনের মত ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের অভাব কোনদিন পূরনীয় নয় তাদের মত ক্রীড়া সংগঠকদের মানুষ আজীবন মনে রাখবে তাদের সফল কর্মের কারনে।উপস্থিত সবাই কনৌজ চাকমা নিপুনের জন্য এক মিনিট নিরবতা পালন করেন এবং তার আত্মার শান্তি কামনা করে স্মরন সভা শেষ করা হয়।
স্মরন সভা পরিচালনা করেন রাঙামাটি জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক নাছির উদ্দিন সোহেল ও সভাপতিত্ব করেন মোঃ হান্নান।