জিয়াউল জিয়া ॥
রাঙামাটির রাজস্থলীতে কবরস্থানের জায়গাসহ সাধারণ মানুষের জমি দখলদারদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্থানীয়রা। রবিবার সকালে শহরের একটি রেস্তোরাঁয় উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর গ্রামের বাসিন্দার এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য পাঠ করেন মো. মিজানুর রহমান, এতে আরও উপস্থিত ছিলেন, আউয়াল হোসেন, জাহিদুল ইসলাম, মো. তালিব প্রমুখ।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর গ্রামে আব্দুল রাজ্জাক ও রিয়াজ উদ্দিন এই দুই ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। দীর্ঘদিন ধরে ক্ষমতা অপব্যহার করে সাধারণ মানুষের জমি দখল করে আসলেও তাদের হাত থেকে কবরস্থানের জায়গাও রক্ষা করা যাচ্ছে না। কবরস্থানের জায়গা দখল করে সেখানে থাকা গাছগুলো কেটে বিক্রি করে দিচ্ছে। তাদের বিরুদ্ধে কেউ কথা বললে উল্টো মামলার হুমকি দেয়। প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন সামাধান না পাওয়ায় এই সংবাদ সম্মেলন।
তাই আপনাদের মাধ্যমে বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর গ্রামের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের সু দৃষ্টি কামনা করছি। একই সাথে অপরাধীদের আইনের আওয়তায় এনে দ্রুত বিচারের দাবিও জানায় এলাকাবাসী।