শ্যামল রুদ্র, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে দীর্ঘদিন ধরে তীব্র কর্মকর্তা ও জনবল সংকট বিরাজ করছে। ফলে অফিসটি বর্তমানে কার্যত অচল অবস্থায় রয়েছে।
জানা গেছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু কাউসার দুই বছর আগে অবসর গ্রহণের পর থেকে ওই পদে আর কোনো কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি। একাডেমিক সুপারভাইজার ও হিসাব সহকারীর পদও বহু বছর ধরে শূন্য পড়ে আছে। এমনকি অফিস সহকারী পদটিও দীর্ঘদিন ধরে খালি রয়েছে। ফলে অফিসের প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বর্তমানে পুরো অফিসে কর্মরত রয়েছেন কেবলমাত্র অফিস সহায়ক মো. জয়নাল আবেদিন। তার একার প্রচেষ্টায় কোনোমতে অফিসের ন্যূনতম কার্যক্রম চালু রয়েছে। তিনি বলেন, বিভিন্ন কাজে ফাইলপত্র নিয়ে অফিসে অফিসে দৌড়াদৌড়ি করতে নাভিঃশ্বাস উঠছে। একবার যেতে হয় জেলায়, আবার উপজেলায়-খুবই কষ্টে কাজ চালাচ্ছি। বিষয়টি জেলার স্যারকেও জানিয়েছি।
সরেজমিনে দেখা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কার্যক্রম এখন একটি পরিত্যক্ত ভবনে চলছে। কর্মকর্তা ও জনবল না থাকায় শিক্ষক-কর্মচারীদের ফাইল প্রক্রিয়া, বিল-ভাউচারসহ প্রশাসনিক কাজের ব্যাপক জটিলতা তৈরি হয়েছে।
স্থানীয় শিক্ষক সমাজ জানান, দীর্ঘদিন ধরে জনবল না থাকায় শিক্ষা কার্যক্রমের তদারকি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত কর্মকর্তার নিয়োগ ও প্রয়োজনীয় জনবল পূরণের মাধ্যমে অফিসের কার্যক্রম সচল করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসক মহোদয়সহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। এছাড়াও বিভিন্ন সভা-সেমিনার ও সমন্বয় মিটিংয়েও সমস্যাটি উপস্থাপন করেছি, কিন্তু আজ অবধি কোনো সাড়া বা প্রতিকার পাওয়া যায়নি।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হয়েছে।

