সাইফুল হাসান ॥
আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ ৯নং ওয়ার্ড কলেজ গেইট শাখার নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত সাড়ে আটটায় কলেজগেইটস্থ মটেল জর্জ হল রুমে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় নব নির্বাচিত সভাপতি মোঃ লোকমান হোসেন কোম্পানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জসিম উদ্দীন নুরী। প্রধন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ রাঙামাটি জেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মো: আখতার হোসেন চৌধুরী। সভায় বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ রাঙামাটি জেলার সহ-সভাপতি মোঃ আবদুল শুক্কুর, অর্থ সম্পাদক হাজী মোঃ মাহফুজ উদ্দীন, বিশিষ্ট সমাজ সেবক হাজী আহমদ হোসেন, সওজ জামে মসজিদের সহ-সভাপতি হাজী আবুল কালাম, সহ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন নব গঠিত ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়া। সভার সঞ্চালনা করেন সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল উদ্দীন ও দপ্তর সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম রোকন।
পরিচিতি সভায় বক্তরা বলেন, বিশ্বে বর্তমানে ফেৎনা বেড়ে গিয়েছে। আমাদের এখন নিজেকে এবং নিজের পরিবারকে সে ফেৎনা থেকে রক্ষা করতে হবে। না হলে বর্তমান তরুণ প্রজন্ম ফেৎনাবাজদের কবলে পরে ঈমান ও আকিদা হারাবে। আমাদের সন্তানদের ইসলামের প্রকৃত বিধি-বিধান শিখাতে হবে, না হলে তারা পথভ্রষ্ট হবে। এতে করে পরিবার, সমাজ ও দেশ ক্ষতিগ্রস্থ হবে।
বক্তারা আরও বলেন, ইসলামের মূল পথ আমাদেরকে অনুসরণ করতে হবে, তালাশ করে বের করতে হবে। যারা রাসূল ও তার সাহাবাদের অনুসরণ করে, ওলিদের দেখিয়ে যাওয়া পথে চলে তারাই হক দল। তাই আমাদের হক দলে অন্তর্ভুক্ত থেকে বাতিলদের প্রতিহত করতে হবে। বাতিলদের সাথে, ইসলামের শস্ত্রদের সাথে কোন বন্ধুত্বতা নেই। সকল সুন্নী ভাইদের ঐকব্যদ্ধ হয়ে ফেৎনা ও বাতিলদের প্রতিহত করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভার শেষে ৮১ সদস্য বিশিষ্ট নব গঠিত কমিটির পরিচয় করিয়ে দেন প্রধান অতিথি আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জসিম উদ্দীন নুরী। পরে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।