মো. জয়নাল আবেদীন, কাউখালী ॥
মহামান্য হাইকোর্টের আদেশের আলোকে ইটভাটা বন্ধে কঠোর অবস্থানে কাউখালী প্রশাসন। জেলার কাউখালী উপজেলায় শুক্রবার ও শনিবার দুই দিনের অভিযানে বন্ধ করা হয়েছে ছয়টি ইটভাটা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে পাঁচ লক্ষ ৫০ হাজার টাকা।
শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্বদেন কাউখালী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ফয়সাল আল নূর। অভিযানে উপজেলার কলমপতি ইউনিয়নের আদর্শগ্রাম এলাকার এটিএম ইটভাটা, তারাবুনিয়া এলাকার এমএন্ডসি ইটভাটা এবং বেতবুনিয়া ইউনিয়নের গাড়ীছড়ার জেবিএম ইটভাটা বন্ধ করে দেওয়া হয়। জরিমানা করা হয় এক লক্ষ ৫০ হাজার টাকা।
শনিবার দিনব্যাপী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান। এইদিন বেতবুনিয়া ইউনিয়নের লম্বাঘোনা এলাকার এসবিডাব্লিউ, ডাকঘর পাড়ার এএমবি ইটাভাটা এবং কলমপতি ইউনিয়নের মাঝিপাড়া এলাকার আরএনসি ইটভাটা বন্ধ করা হয়। জরিমানা আদায় করা হয় চার লক্ষ টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান জানান- মহামান্য হাইকোর্ট বিভাগের দুইটি রিট পিটিশনের আদেশের আলোকে ইটভাটা বন্ধে আমরা অভিযান চালাচ্ছি। ১৫টি ইটভাটার মাধ্য গত দুইদিনে ছয়টি ইটভাটা বন্ধ করা হয়েছে। এর আগে ৫টি ইটভাটা বন্ধ করা হয়েছিলো। বাকি ইটভাটা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয়রা বলছেন, এভাবে ইটভাটা বন্ধ করা হলে কয়দিন পরই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবার শুরু করবে ইটভাটা। তাই স্থানীয়দের দাবি ইটভাটা বন্ধ করতে চুল্লিসহ ইটভাটা গুড়িয়ে দেওয়ার।
অভিযানে রাঙামাটি বন ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোমিনুল ইসলাম, কাউখালী থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক, এসআই আজিজুলসহ বন বিভাগ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।