কাউখালী প্রতিনিধি ॥
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কাউখালী উপজেলায় মৎস্য চাষীদের কার্প জাতীয় মাছের মিশ্র চাষ বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ দিয়েছে উপজেলা মৎস্য অফিস, কাউখালী। সোমবার সকাল থেকে কাউখালী মিনি মৎস্য হ্যাচারীতে তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়ে বুধবার শেষ হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ এর সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নুরিয়া, ক্ষেত্র সহকারী প্রদীপ কুমার দে প্রমূখ।
রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস জানান, রাঙামাটি জেলায় মৎস্য চাষে অনেক পিছিয়ে আছে। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে মৎস্য চাষে উৎসাহী ও দক্ষ করতে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য জীবন মান উন্নয়ন করা।
প্রশিক্ষণে উপজেলার ২০ মৎস্য চাষী ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্য চাষের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন।