জয়নাল আবেদীন, কাউখালী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ন্যায় উপজেলা পরিষদ নির্বাচনও বর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্বাচন বর্জনের ডাক দেওয়া হয়। তারই প্রেক্ষিতে রাঙামাটি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জেলার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দলের সিদ্ধান্তমতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী না হতে এবং অন্য কোনপ্রার্থীর পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ না করার জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করেন।
দলের এমন সিদ্ধান্ত না মেনে কাউখালী উপজেলা বিএনপি’র উপদেষ্টা কমিটির ৮ নম্বর উপদেষ্টা মংসুইউ চৌধুরী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায়, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিষ্কার করেন।
২৬ এপ্রিল ২০২৪ তারিখে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কার আদেশের কপিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মেম্বার। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যে এই নির্বাচনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করবে, দল তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে।
এ বিষয়ে জানতে বহিষ্কৃত চেয়ারম্যানপ্রার্থী মংসুইউ চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, উক্ত বিষয়ে কোন মন্তব্য নেই বলে জানান তিনি।