নিজস্ব প্রতিবেদক,কাউখালী
কাউখালীর বেতবুনিয়ার রাবার বাগান ফরেনার চেকপোস্টে সিএনজি চালিত অটোরিক্সায় তল্লাশি চালিয়ে চোলাই মদ সহ ৩ জনকে আটক করেছে কাউখালী থানা পুলিশ।
শুক্রবার দুপুরে ৬০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ পাচারের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার সুলতান এর ছেলে হাসান (১৯) একই উপজেলার মকবুল হোসেনের ছেলে মজিদুল ইসলাম সোহেল (২৪) ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের আব্দুল জলিলের ছেলে আজগর (১৯)।
এনিয়ে জুন মাসেই পৃথক পৃথক অভিযান চালিয়ে চোলাই মদসহ ৬ জন পাচারকারীকে গ্রেফতার করেছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেতবুনিয়া রাবার বাগান ফরেনার চেকপোস্ট এলাকা দিয়ে পাচার কালে ৬০ লিটার চোলাইমদ সহ তিনজনকে আটক করা হয়। মদ পাচারকাজে ব্যবহৃত নম্বর বিহীন একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।
এ ব্যাপারে কাউখালীর বেতবুনিয়া পুলিশ ফাড়ির এস আই সাগর হালদার বাদী হয়ে ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের রাঙ্গামাটির আদালতে সোপর্দ্য করা হয়।