কাউখালী প্রতিনিধি ॥
উপজেলা বিএনপি’র চুড়ান্ত কমিটিতে স্থান না পেয়ে দুইভাবে বিভক্ত কাউখালী উপজেলা বিএনপি। ১ সেপ্টেম্বর বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষীকিকে ঘিরে পৃথক কর্মসূচিও দিয়েছিলো তারা। তারই প্রেক্ষিতে ১ সেপ্টেম্বর পৃথক স্থানে ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কাউখালী উপজেলা বিএনপি ও উপজেলা বিএনপি পবিবার ব্যানারে বিভক্ত দুটি গ্রুপ। র্যালি, কেট কাটা, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে উভয় পক্ষই।
শুক্রবার দুপুরে জেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি এম এ মনছুর এর নেতৃত্বে উপজেলার নাইল্যাছড়ি এলাকায় উপজেলা বিএনপি পরিবার এর ব্যানারে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক সহ সভাপতি মো. খোরশেদ আলম এর সভাপতিত্বে, জামাল উদ্দিন হিরো এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সদস্য মো. আবুল কাশেম, মো. আলমগীর হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক আলী আহম্মদ সহ প্রায় ৩ শতাধিক নেতাকর্মী।
অপরদিকে রাঙামাটি জেলা বিএনপি’র সহ সভাপতি মো. মহিউদ্দিন এর উপস্থিতিতে কাউখালী প্রেস ক্লাবের সামনে কাউখালী উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে একইদিন বিকেলে কাউখালী উপজেলা বিএনপির আয়োজনেও উদযাপন করা হয় এই প্রতিষ্ঠাবার্ষিকী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, সাবেক সাধারণ সম্পাদক সাজাইমং মারমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কার তারা মিয়া সহ জেলা ও উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।