নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাউখালী উপজেলায় প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে সাইন্স ওয়ার্কশপ। ৩০ শে সেপ্টেম্বর (শনিবার) সকালে বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ে ক্রিয়েটিভ সাইন্স সোসাইটির আয়োজনে সাইন্স ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, ওয়ার্কশপে “গণিত কি, গণিতের শুরু কোথায় থেকে, গণিতের সাথে বিজ্ঞানের সম্পর্ক কি, গণিতের সৌন্দর্য কোথায়, সংখ্যা তত্ত্ব, কোষ বিভাজন, রক্ত সংবহনতন্ত্র, জ্যোতিবিজ্ঞান এবং গণিত ও জীববিজ্ঞান অলিম্পিয়াড নিয়ে আলোচনা করা হয়।” এ সময় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীরা বলেন, ব্যতিক্রমী আয়োজনে আমরা অনেক আনন্দিত। ওয়ার্কশপটি করে নতুন অনেক কিছু জানতে পেরেছি। এমন আয়োজন নিয়মিত করলে ভালো হয়। ওয়ার্কশপটি পরিচালনা করেন অনুপ কুমার চাকমা, মাহমুদ আব্বাস, হৃদয় বড়ুয়া, ওয়াহিদুজ্জামান রোমান, জাবের হোসাইন, সুরমা সারওয়ার, এ্যানি বড়ুয়া ও শাওন ধর রানা। রাঙামাটি সদর, বরকল এবং কাপ্তাই উপজেলার পর এবার কাউখালী উপজেলাতেও ক্রিয়েটিভ সাইন্স সোসাইটির কাজ করবে বলে আয়োজকরা জানান।