জয়নাল আবেদীন, কাউখালী
কাউখালীতে চাইশৈমং মারমা (৭১) বছর বয়সী এক মারমা বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কাউখালী থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকার একটি পাহাড় থেকে চাইশৈমং এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
একাত্তর বছর বয়সী চাইশৈমং মারমা বান্দরবান সদর উপজেলার বাঘমারা গ্রামের বাসিন্দা ও চাইথেয়াইপ্রু মারমা’র ছেলে বলে জানা গেছে।
স্থানীয় চৌকিদার সুমন চাকমা ও পুলিশ সূত্রে জানাযায়- মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে লোকমারফ সংবাদ পেয়ে স্থানীয় চৌকিদার সুমন চাকমা ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পায়। পরবর্তীতে মোবাইল ফোনে বিষয়টি কাউখালী থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করে। এসময় বৃদ্ধের পকেটে থাকা কোভিড-১৯ টিকা কার্ড থেকে পরিচয় জানাযায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার অফিসার ইনাচার্জ রাজিব চন্দ্র কর জানান- পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে বৃদ্ধের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। এঘটনায় কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।