মো. জয়নাল আবেদীন, কাউখালী ॥
কাউখালী উপজেলা সদর ও আশ আশের এলাকার ব্যবসায়ীদের নিয়ে গঠিত কাউখালী স্থায়ী ব্যবসায়ী কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কাউখালী স্থায়ী ব্যবসায়ী কল্যাণ পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
কাউখালী স্থায়ী ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ফারুক এর সঞ্চালনায়, সভাপতি সাংবাদিক আরিফুল হক মাহবুব এর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নূরিয়া, এসময় উপস্থিত ছিলেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ক্যজাই মারমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব (মেম্বার), কলমপতি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ইমাম উদ্দিন সহ ব্যবসায়ী বৃন্দ।
সভায় প্রধান অতিথি ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা আইন মেনে সৎ ভাবে ব্যবসা পরিচালনা করার আহবান জানান।