কাউখালী প্রতিনিধি ।।
চাইল্ড সেনসিটিভ সোসাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পের ফেইজ-২ এর আর্থিক সহায়তায় ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কাউখালী উপজেলার অতি বৃষ্টির ফলে পাহাড়িঢলে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে ফ্যামিলি কিটস্ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে এসব বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামশুদোহা চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নুরিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, জেলা সমাজসেবার উপ-পরিচালা রূপনা চাকমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাহাবুদ্দীন হোসাইন, কলমপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যাজাই মারমা,ঘাগড়া ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, ইউনিসেফ সোসাল ওয়ার্ক কনসালটেন্ট আলীফা আফরোজ, ইউপি সদস্য মেম্বার মনিরুল ইসলাম সরকার, সিএসপিবি প্রকল্পের শিশু সুরক্ষা সমাজকর্মী, মনিরুজ্জামান, হিমালে চাকমাসহ আরও অনেকে।
ফ্যামিলি কিটস বক্সে দুইটি বড় কম্বল, দুইটি শিশুদের কম্বল, ৪টি সাবান, ৪টি মশারি, একটি টর্চ লাইট, একটি ওয়াটার প্রæফব্যাগ ছিলো।