বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং দিপুপাড়ায় মাচালং নদীর পাড় থেকে অজ্ঞাত এক পাহাড়ি যুবকের মরদেহ উদ্ধার করেছে সাজেক থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে মরদেহটি নদীর পাড়ে কাঁদায় আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
এখন পর্যন্ত মরদেহটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে উজান থেকে বন্যার পানিতে ভেসে মরদেহটি মাচালং এলাকার দিপুপাড়ায় এসে কাদায় আটকে পড়েছে।
সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, এখনো মরদেহটি কেউ দাবি করেনি। আশপাশের অঞ্চলে খবর দেয়া হয়েছে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। সাজেক থানার ওসি নুরুল আলম মরদেহ উদ্ধার এর বিষয়টি নিশ্চিত করেন।