মাহমুদুল হাসান, বাঘাইছড়ি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নে অবস্থিত কাচালং শিশু সদনের অনাথ শিশুদের মাঝে শীতবস্ত্র (কম্বল) প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার। সোমবার বিকালে কাচালং শিশু সদনের ২০ জন অনাথ ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয় এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মাহফুজুর রহমান।
মগবান শাক্যমুনি বৌদ্ধ বিহারের প্রয়াত অধ্যক্ষ সাদা মনের মানুষ খ্যাত তিলকানন্দ মহাথের’র পেটিকাবদ্ধ মরদেহ পরিদর্শন করেন এবং পরিদর্শন বহিতে শোকবার্তা লিখেন ইউএনও শিরিন আক্তার। পরে তিনি কাচালং শিশু সদনের বর্তমান অধ্যক্ষ শান্ত জ্যোতি মহাথেরর সাথে সদনের শিক্ষার্থীদের পড়াশোনা এবং সার্বিক বিষয়ে খোজ খবর নেন।
উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন, আমি বাঘাইছড়ি উপজেলায় যোগদানের পর হতে কাচালং শিশু সদন ও তিলকানন্দ মহাথের সম্পর্কে অনেক শুনেছি আজ দেখার জন্য এলাম। তিনি বলেন আমার দুর্ভাগ্য আমি সাদা মনের মানুষের জীবদ্দশায় দেখিনি আজ তার মমি দেখলাম, সকলের মুখে উনার যে সুনাম শুনছি অবশ্যই তিনি ভালো মানুষ ছিলেন। তিলকানন্দ মহাথের’র হাতে গড়া প্রতিষ্ঠান কাচালং শিশু সদনের অনাথদের প্রতি আমার ভালোবাসা ও সহযোগিতা সর্বাত্মক থাকবে।