কাপ্তাই প্রতিনিধি ॥
সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়য়ের দুর্গম ভাইবোনছড়া এলাকা ও ব্যাঙছড়ি এলাকা এবং চন্দ্রঘোনা ইউনিয়ন এর কেপিএম হাসপাতাল এলাকার ছয়টি পরিবারকে পরিবার প্রতি দুই বান্ডিল ঢেউটিন এবং নগদ ৬ হাজার টাকা করে প্রদান করা হয়।
কাপ্তাই উপজেলা দুর্যোগ ব্যবস্থাপন বিভাগের ব্যবস্থাপনায় সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে এই সহায়তা প্রদান করা হয় বলে জানান কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন।
রবিবার বেলা ১ টা ৩০ মিনিটে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক ও উপজেলা নির্বাহী অফিসার রুমন দে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে এই সহায়তা তুলে দেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রুহুল আমিন, উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন সদস্যরা উপস্থিত ছিলেন।