অর্ণব মল্লিক, কাপ্তাই
সারাদেশে একযোগে রোববার প্রকাশিত হলো ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এবছর এসএসসির ফলাফলে রাঙামাটির কাপ্তাই উপজেলায় গতবছরের তুলনায় কমেছে পাশের হার এবং জিপিএ-৫ এর সংখ্যা।
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস প্রাপ্ত ফলাফলে এবছর রাঙামাটি কাপ্তাই উপজেলা হতে ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭ শত ২৬ জন এবং শতকরা পাশের হার ৭০.৬২%। গত বছর পাশের হার ছিল ৭৬.৫৪%। এছাড়া এবছর ২০২৪ সালে মোট জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন। যা গত বছর ২০২৩ সালে জিপিএ-৫ পেয়ে ছিল ৭৫ জন।
এদিকে এবছর কাপ্তাই উপজেলায় অংশ নেওয়া ১৩টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মাত্র ৫টি বিদ্যালয়ের শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তৎমধ্যে কাপ্তাই নৌবাহিনী স্কুল হতে ৩৮ জন, কাপ্তাই বিউবো উচ্চ বিদ্যালয় হতে ১২ জন, কাপ্তাই উচ্চ বিদ্যালয় হতে ২ জন, কাপ্তাই শহীদ সামদুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় হতে ৪ জন, এবং নারানগিরি স্কুল হতে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এদিকে দাখিল পরীক্ষায় কাপ্তাইয়ে পাশের হার ৯৭.৯০%। এবছর উপজেলার ২টি মাদ্রাসা হতে ৯৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৯৩ জন পরীক্ষার্থী। তৎমধ্যে কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা হতে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া কাপ্তাইয়ে কারিগরি পরীক্ষায় পাশের হার ৯৭.২২%। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫ জন পাশ করেছে।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান জানান, কাপ্তাই উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষার সম্পূর্ণ ফলাফল প্রকাশিত করা হয়েছে।