নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই
২০২৩ সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় রাঙামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও মাদ্রাসা হতে ৮৪ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। কাপ্তাই হতে প্রকাশিত পত্রিকা রুপসী কাপ্তাইয়ের আয়োজনে শনিবার সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেন। এছাড়া রূপসী কাপ্তাই এর উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও এদিন পুরস্কার বিতরণ করা হয়।
ওয়াগ্গাছড়া চা বাগানের পরিচালক খোরশেদুল আলম কাদেরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার মাহবুব আহমেদ শাহজালাল, (শিক্ষা), বিএন, কাপ্তাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, কাপ্তাই থানার ওসি মো. জসিম উদ্দিন, চন্দ্রঘোনা মিশন হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবুর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী রুবায়েত আক্তার চৌধুরী, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া ও সোনালী ব্যাংক কেপিএম শাখার অবসরপ্রাপ্ত কর্মকর্তা মনতোষ চৌধুরী ।
এসময় শিক্ষক, অভিভাবকবৃন্দ ও কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।