কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইউনিয়ন ভিত্তিক কে কত ভোট পেলো এবং কেনো এলাকার ভোটারদের ভোটে জয় বা পরাজয় নির্ধারিত হয়েছে,সেটাই দেখুন ঝুলন দত্তের পাঠানো নীচের তথ্যে……..
১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন :
আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী ( আনারস): ২২৪৬( প্রথম)
মো: নাছির উদ্দীন ( দোয়াত কলম) :৮৬৬( দ্বিতীয়)
সুব্রত বিকাশ তনচংগ্যা( ঘোড়া): ৬৬৫( তৃতীয়)
২ নং রাইখালী ইউনিয়ন
আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী ( আনারস): ১৮১৯( দ্বিতীয়)
মো: নাছির উদ্দীন ( দোয়াত কলম) : ১৫৯৯(তৃতীয়)
সুব্রত বিকাশ তনচংগ্যা( ঘোড়া): ২৫৩৮( প্রথম)
৩ নং চিৎমরম ইউনিয়ন
আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী ( আনারস): ৬০৬( তৃতীয়)
মো: নাছির উদ্দীন ( দোয়াত কলম) :৬৯৬( দ্বিতীয়)
সুব্রত বিকাশ তনচংগ্যা( ঘোড়া): ৭৭০( প্রথম)
৪ নং কাপ্তাই ইউনিয়ন
আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী ( আনারস): ৯৪৭( দ্বিতীয়)
মো: নাছির উদ্দীন ( দোয়াত কলম) :৩১৮৬( প্রথম)
সুব্রত বিকাশ তনচংগ্যা( ঘোড়া): ৪৫৮( তৃতীয়)
৫ নং ওয়াগ্গা ইউনিয়ন
আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী ( আনারস):১৩৫৫( দ্বিতীয়)
মো: নাছির উদ্দীন ( দোয়াত কলম) :১০১৫( তৃতীয়)
সুব্রত বিকাশ তনচংগ্যা( ঘোড়া): ১৬১৬( প্রথম)।।
আনারস: ৬৯৭৩
দোয়াত কলম : ৭৩৬২
ঘোড়া : ৬০৪৭।।
ফলাফল বিশ্লেষণে দেখা যায় : আনারস প্রতীক নিয়ে আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নে প্রথম হয়েছেন।
দোয়াত কলম প্রতীক নিয়ে মো: নাছির উদ্দীন ৪ নং কাপ্তাই ইউনিয়নে প্রথম হয়েছেন। অপরদিকে ঘোড়া প্রতীক নিয়ে ২ নং রাইখালী, ৩ নং চিৎমরম এবং ৫ নং ওয়াগ্গা ইউনিয়নে প্রথম হয়েছেন।
এবার দেখা যাক ২৪ টি কেন্দ্রের মধ্যে কে কয়টি কেন্দ্রে প্রথম হয়েছেন:
আনারস: ৯ টি কেন্দ্র
দোয়াত কলম : ৭ টি কেন্দ্র
ঘোড়া: ৮ টি কেন্দ্র।।