কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির চন্দ্রঘোনা-কাপ্তাই ১৩২ কেভি ট্রান্সমিশন লাইনের টাওয়ার এর চূড়া থেকে প্রায় ২০ ফুট লম্বা অপটিক্যাল ফাইবার ক্যাবল চুরি হয়ে গেছে। রোববার সকালে টাওয়ারটি পর্যবেক্ষণ করতে গেলে চুরির ঘটনা ধরা পড়ে। ঘটনাটি ঘটেছে কাপ্তাই উপজেলার বালুরচর এলাকা সংলগ্ন পাহাড়ের চূড়ায় থাকা কেভি টাউয়ারে। যেই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে নেটওয়ার্ক সংযোগ সচল থাকতো।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পাহাড়ের উপরে অবস্থিত এই টাওয়ারটি সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় ২০০ মিটার উপরে। ৯২৯নং টাওয়ারটির উপরে থাকা ইন্টাননেট সংযোগ অপটিক্যাল ফাইবার সংযোগ স্থল হতে এই চুরির ঘটনা ঘটেছে।
বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা দেশের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে এই চুরির ঘটনা ঘটিয়েছে। এছাড়া সেখান থেকে ২০ ফুট অপটিক্যাল ফাইবার ক্যাবল কেটে নিয়ে গেছে। এছাড়া পাহাড়ি এলাকায় এই অপটিক্যাল ফাইবার এর মাধ্যমে ইন্টারনেট সেবা সচল রাখা হতো। দেশে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যেই দুস্কৃতকারীরা ১৩২ কেভি টাওয়ারের এত ওপর হতে ক্যাবল কেটে নেওয়ার দুঃসাহস দেখিয়েছে।
এবিষয়ে কথা হলে টাওয়ারটির পর্যবেক্ষণ করতে যাওয়া পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের চন্দ্রঘোনার সহকারী প্রকৌশলী মো. আলমগীর হোসেন জানান, কেভি টাউয়ার চেক করতে গেলেই চুরির ঘটনাটি লক্ষ করা যায়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া এর আগেও পাহাড়ের চুড়ায় থাকা কয়েকটি টাওয়ারে চুরির ঘটনা ঘটেছে। এবিষয়ে নিরাপত্তা জোরদার করা প্রয়োজন বলে তিনি জানান।
এবিষয়ে কাপ্তাই থানার ওসি মো. মাসুদ জানান, চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।