নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই ॥
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে একশ গ্রাম গাঁজাসহ ফুলবানু(৫০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার ঢাকাইয়া কলোনির বাসিন্দা।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ জানান, গতকাল শনিবার রাত ১২টায় থানার এসআই ফরহাদ, এএসআই রবিউল আলমের নেতৃত্বে এক অভিযানে একশ গ্রাম গাঁজাসহ ঐ নারীকে তাঁর বসতবাড়ি হতে আটক করা হয়।
অবৈধ মাদক নিজ হেফাজতে রাখার অপরাধে তাঁর বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে রবিবার সকালে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ।