নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ এক মহিলা পেশাদার মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। আটক ফুলবানু বেগম(৫০) কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের নতুনবাজার ঢাকাইয়া কলোনির বাসিন্দা বলে জানান কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. আবুল কালাম।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কাপ্তাই নতুন বাজার ঢাকাইয়া কলোনী এলাকা হতে থানার এসআই মো. ফিরোজ আলম এবং সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে দুইশত গ্রাম গাঁজাসহ ফুলবানু বেগম (৫০) কে আটক করা হয় বলে ওসি জানান।
ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে কাপ্তাই থানায় মাদকের আরোও কয়েকটি মামলা আছে বলে জানান পুলিশ। ধরা পরার পর তিনি কোর্ট হতে জামিন নিয়ে এসে ফের এই কাজে লিপ্ত হন বলে জানা যায়।
অবৈধ মাদক নিজ হেফাজতে রাখার অপরাধে তাঁর বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। কাপ্তাই থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, তাকে শুক্রবার সকালে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।