ঝুলন দত্ত, কাপ্তাই ॥
বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের কাপ্তাই জোন (৫৬ ইস্ট বেঙ্গল) এর উদ্যোগে এবং ঐতিহ্যবাহী কাপ্তাই শিশু নিকেতন স্কুলের তত্ত্বাবধানে শনিবার সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জোন কমান্ডার’স স্কলারশিপ-২০২৪ পরীক্ষা। কাপ্তাইয়ের শিক্ষাব্যবস্থায় এক অনন্য নজির স্থাপনকারী এ আয়োজনে অংশ নিচ্ছেন ৫১২ জন শিক্ষার্থী।
শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার জানান, ২০ নভেম্বর পর্যন্ত সম্পন্ন রেজিস্ট্রেশন কার্যক্রমে ব্যাপক সাড়া পাওয়া গেছে। তিনি বলেন, জোন কমান্ডার’স স্কলারশিপ পরীক্ষার মাধ্যমে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ‘ক’ বিভাগ এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ‘খ’ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সাধারণ ও ট্যালেন্টপুলে বৃত্তি প্রদান করা হবে। এটি শিক্ষার্থীদের মেধা বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
কাপ্তাই শিশু নিকেতন স্কুল সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এখানে শিক্ষার্থীদের আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয়। সৃজনশীল গুণাবলী, শৃঙ্খলা এবং নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে অভিজ্ঞ শিক্ষক এবং দক্ষ পরিচালনা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
কাপ্তাই জোনের এই উদ্যোগ শুধু শিক্ষার মানোন্নয়ন নয়, বরং পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণে এক বিশাল পদক্ষেপ। কাপ্তাই জোন কমান্ডার ও জোন উপ-অধিনায়কের আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতায় পরিচালিত শিশু নিকেতন স্কুল ইতোমধ্যে কাপ্তাই এবং আশেপাশের এলাকার শিক্ষার্থীদের মধ্যে আলোকবর্তিকা হিসেবে পরিচিত।
জোন কমান্ডার’স স্কলারশিপ আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং মেধার উৎকর্ষ সাধনের এক নতুন অধ্যায়। সেনাবাহিনীর আন্তরিক সহযোগিতায় পরিচালিত এই উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষাজীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এই পরীক্ষার মাধ্যমে কাপ্তাই জোন শিক্ষার্থীদের জন্য উন্নত মানের শিক্ষার পাশাপাশি তাদের প্রতিভা প্রকাশের সুযোগ সৃষ্টি করছে। এতে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে এবং স্থানীয় অভিভাবকগণও সেনাবাহিনীর এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করছেন।
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য শুভকামনা এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীকাল সকলে মুখিয়ে আছেন এক সফল আয়োজনের জন্য।