নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই ।।
কখনো ভগবান শ্রী কৃষ্ণের বিশ্বরূপ, কখনোও রাধা কৃষ্ণের যুগলবন্ধী, কংস রাজার কারাগার, শিশু কৃষ্ণ, শিশু পাল, মা যশোদা, দৈবকি, রাম সীতা প্রভৃতি অপরূপ সেজে অংশ নিয়েছে জন্মাষ্টমীর শোভাযাত্রায় শত শত নারী পুরুষ ভক্ত শিষ্য। ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় রাঙামাটির কাপ্তাই উপজেলার শ্রীশ্রী গৌর নিতাই নামহট্ট প্রচার কেন্দ্রের আয়োজনে মিশন এলাকা নামহট্ট প্রচার কেন্দ্র হতে এই মহা শোভাযাত্রা বের করা হয়।
এসময় মহা শোভাযাত্রাটি মিশন এলাকা হতে বের হয়ে চন্দ্রঘোনা দোভাষী বাজারএবং লিচুবাগান কুষ্ঠ হাসপাতাল প্রদক্ষিণ করে আবারও মিশন এলাকায় নামহট্ট প্রচার কেন্দ্রে এসে শেষ হয়।
এর আগে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই মহা শোভাযাত্রার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য। এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুবর্ণ ভট্টাচার্য, মিশন এলাকা সার্বজনীন রাধা কৃষ্ণ মন্দিরের সভাপতি শিমুল গুপ্ত, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল চাকমা, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, মিশন এলাকা গৌর নিতাই নামহট্ট প্রচার কেন্দ্রের সভাপতি বঙ্কু বিহারী দাস, সাধারণ সম্পাদক পালক মাধব দাস, অর্থ সম্পাদক অমল হরি কৃপা দাস, প্রচার সম্পাদক পরমেশ ঋষিকেশ দাসসহ অসংখ্য ভক্ত উপস্থিত ছিলেন।
এর আগে এদিন সকালে মঙ্গল আরতি, দর্শন আরতি ও গুরু পূজা অনুষ্ঠিত হয়।