বিশেষ প্রতিনিধি, কাপ্তাই
অবিরাম টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই উপজেলায় ১০টি পরিবার ক্ষতির শিকার হয়েছে। রবিবার (৬ আগস্ট) দিনের বেলা পাহাড় ধসে ও গাছ পড়ে ২নং রাইখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ৮টি ঘরের ব্যাপক ক্ষতি হয়। একইদিন বড়ইছড়ি কাপ্তাই ক্লাবের পাশের অনিল তনচংগ্যা ও চিৎমরম সিড়িঁঘাট এলাকার আরও ২টি ঘর বিধস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্থ পরিবার গুলি গত ৩-৪ দিন ধরে টানা বৃষ্টির মাঝেও পাহাড়ের পাদদেশে মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছে।
রাইখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য এসএম নাছির উদ্দীন জানান, রাইখালী রিফিউজি পাড়া, বড় ঝিরিপাড়া ও রাইখালী বাজার এলাকায় পাহাড় ধসে টিুট, ভট্ট, জাহাঙ্গীর আলম, আজিম, আবদুর রশীদ, হারুন ও নেজামের ৮টি ঘর পাহাড় ধসের শিকার৷ হয়ে সম্পূর্ণ বিধ্বস্থ হয়েছে। বিষয়টি রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমাকে অবগত করা হয়েছে বলে তিনি জানান। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন জানান, তিনি রাইখালীর ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের খবর জানতে পেরেছেন। ক্ষতিগ্রস্থদের দ্রুত নিকটস্থ আশ্রয় কেন্দ্রে আসার পরামর্শ দেওয়া হয়েছে।