বিশেষ প্রতিবেদক, কাপ্তাই
কাপ্তাইয়ে পিকনিকের বাস উল্টে ১৩ ব্যক্তি আহত হওয়ার ঘটনায় গাড়ী চালককে আটক করেছে থানা পুলিশ। এব্যাপারে কাপ্তাই থানায় একটি মামলা রুজু করা হয়েছে। দুর্ঘটনা তদন্তে কাপ্তাই থানার একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।
থানা সূত্র জানায়, গত শুক্রবার বেলা ১১টা ৫ মিনিটের সময় জনৈক মো. জাহিদ তার নিজ মোবাইল নাম্বার (০১৮৩৫-৮৯৮২১৭) থেকে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন করে জানায়, কাপ্তাই থানাধীন ব্যাঙছড়ি বেইলি ব্রিজের পশ্চিম পাশে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের ওপর পিকনিকের বাস উল্টে গেছে। সংবাদ পাওয়ার পর থানার এসআই মো. রাসেল মোল্লা সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং উপজেলার অন্যান্য হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। এরপর বাসের অপর যাত্রীদের মাধ্যমে শনাক্ত করে গাড়ি চালক মো. হারুনকে আটক করা হয়। এবং রেকারের মাধ্যমে উল্টে যাওয়া বাস উদ্ধার পূর্বক থানায় নিয়ে আসা হয়। পরবর্তিতে মো. মহিম উদ্দিন(৪৬) কাপ্তাই থানায় হাজির লিখিত এজাহার দায়ের করেন। পরে সড়ক পরিবহন আইন-২০১৪ এর ৯৮ ধারায় কাপ্তাই থানার মামলা নং-০৩, তারিখ-২৩/০২/২০২৪ ইং রুজু করা হয়। ঘটনা তদন্তভার কাপ্তাই থানার এসআই স্বরুপ কান্তি পালের উপর ন্যস্ত করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার বেলা ১১টায় ব্যাঙছড়ি ব্রিজ এলাকার কাপ্তাই-চট্টগ্রাম সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের বাসটি উল্টে যায়। এতে ১৩ যাত্রী আহত হয়।