বিশেষ প্রতিবেদক, কাপ্তাই ॥
কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সিআর ও জিআর মামলার তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিদের ওইদিন বিকেলে রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওসি জসিম উদ্দিনের নেতৃত্বে এসআই আল আমিন, এএসআই মো. লিটন মিয়া, এসআই জয়নাল আবেদিন, এএসআই হাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে। তারা হলেন- সিআর সাজা বন মামলা নং- ০৫/১৯ এর পরোয়ানা ভুক্ত পলাতক আসামি মো. শামসু মিয়া, পিতা- আহম্মদ মিয়া, পুরান বাজার, কাপ্তাই, রাঙামাটি ও নন জিআর মামলা নং-৪৩/২৩ এর পরোয়ানা ভুক্ত পলাতক আসামি মো. সবুর আলী প্রকাশ কামাল(৩০), পিতা- মৃত সিরাজুল ইসলাম, লক গেইট, নতুন বাজার, কাপ্তাই, রাঙামাটি এবং জিআর মামলা নং-৪৩৩/১৬ এর পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মোঃ আলমগীর হোসেন, পিতা- মৃত আবদুর রফিক, কাটা পাহাড়, কাপ্তাই। আসামিদের ওইদিনই রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্র জানায়।
কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।