ঝুলন দত্ত, কাপ্তাই
মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাই উপজেলার আরোও ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন নতুন ঘর।
কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে উপজেলার রাইখালী ইউনিয়নের দুর্গম মৈদং পাড়া, সীতা পাহাড়সহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ২২টি এবং চিৎমরম ইউনিয়নের বিভিন্ন দুর্গম এলাকায় ১৮টিসহ সর্বমোট ৪০টি মাচাং ঘর নির্মাণাধীন আছে। আশা করছি আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে উপকারভোগীদের হাতে ঘরগুলো হস্তান্তর করতে পারবো।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, পাহাড়ের পরিবেশ প্রকৃতি বিবেচনা করে পাহাড়ি মাচাং ঘরের আদলে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘরগুলো নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে আমরা প্রত্যেকটি ঘরের অগ্রগতি পরিদর্শন করে দেখতে পেয়েছি নির্ধারিত ডিজাইন অনুযায়ী ঘরগুলো তৈরি করা হচ্ছে। এসময় উপকারভোগীরা মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, আশ্রয়ণ প্রকল্পের আওতায় ইতিমধ্যে কাপ্তাই উপজেলায় প্রথম হতে পঞ্চম পর্যায়ের প্রথম ধাপ পর্যন্ত ১ শত ২৪ টি ঘর উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে।