অর্ণব মল্লিক, কাপ্তাই ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলায় এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ধানের ভালো ফলন পাওয়াতে কৃষাণ-কৃষাণীর চোখে মুখে হাসি ফুটেছে। বর্তমানে উপজেলার প্রতিটি ইউনিয়নে মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব। কৃষকেরা ধান কাটা ও ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে।
কাপ্তাই উপজেলা কৃষি অধিদপ্তর সূত্র জানায়, এবছর বোরো মৌসুসে কাপ্তাইয়ের প্রায় ৩৩৬ হেক্টর জমিতে ১৮৪৮ মেট্রিক টন বোরো ধানের উৎপাদন হয়েছে। যেখানে প্রতি হেক্টরে ৫.২ মেট্রিক টন লক্ষমাত্রা থাকলেও ৫.৫ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। অর্থাৎ লক্ষমাত্রা ছাড়িয়ে গেছে ধানের উৎপাদন।
কাপ্তাইয়ের স্থানীয় কয়েকজন চাষীর সাথে কথা হলে তারা জানান, ধানের ভালো ফলন হওয়াতে সকলেই বেশ খুশী। সেইসাথে পাকা ধান ইতিমধ্যে অনেকটা তোলা হয়ে গেছে। কৃষকেরা সকলেই আশা করছেন এবারও তারা অনেকটা লাভবান হবেন।
এবিষয়ে কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদ জানান, কাপ্তাইয়ে বোরো ধানের উচ্চ ফলনশীল আধুনিক জাত ধানের চাষাবাদ হয়েছে। যেখানে ব্রিধান-১০১,১০২,১০৪,১০৫ সহ উফসী ও হাইব্রিড জাতের ধানের চাষ করেছে কৃষকেরা। তবে তিনি জানান, এবছর কিছু কিছু এলাকায় পানির সংকট ছিলো। এই পানির সংকট দুর করা গেলে ধানের ফলন আরো বৃদ্ধি পেতো। সেইসাথে অনাবাদি কিছু জমিও চাষাবাদের আওতায় নিয়ে আসা যেত। তবে এবছর কাপ্তাইয়ে ধানের বাম্পার ফলন হওয়াতে কৃষক ও কৃষি কর্মকর্তা সহ সকলেই বেশ আনন্দিত।