নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই
রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের নতুনবাজারে দুইটি প্রতিষ্ঠান হতে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার বেলা ১২ টা হতে দুপুর ১টা পর্যন্ত রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ এই অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানে এই অর্থ জরিমানা আদায় করেন।
অভিযান পরিচালনাকালীন মেয়াদোত্তীর্ণ ঔষধ, ডায়াবেটিস নিরুপণ মেশিনে সূচ লাগিয়ে রাখা ও লাইসেন্স দৃশ্যমান না রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারার নতুনবাজার সুমন মেডিকেল হলকে ছয় হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ৩৭ ধারায় নতুনবাজার কর্ণফুলী মেডিকেল হলকে চার হাজার টাকাসহ সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় কাপ্তাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ইলিয়াস ও কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।