বিশেষ প্রতিবেদক, কাপ্তাই ॥
কাপ্তাইয়ে মসজিদ মেসের ওপর গাছ পড়ে মুয়াজ্জিনসহ ২ জন গুরুতর আহত হয়েছে। সোমবার সকাল প্রায় সাড়ে ৯ টায় কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন ঢাকাইয়া কলোনীস্থ পশ্চিমপাড়া জামে মসজিদ মেসের ওপর একটি মরে যাওয়া কড়ই গাছ আকস্মিক ভেঙ্গে পড়ে। এসময় মেসে বসবাসরত মসজিদের মুয়াজ্জিন তামজিদ তামিন (২১) ও মেসে থাকা সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র হামিদ রেজা(২১) গুরুতর আহত হয়। গুরুতর আহত মুয়াজ্জিনকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এবং হামিদ রেজাকে স্থানীয় নতুন বাজারে ফার্মেসিতে মাথায় ৮টি সেলাই করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
খবর পেয়ে তাৎক্ষণিক কাপ্তাই ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে এসে ভেঙ্গে পড়া গাছ অপসারণের কাজ করছে বলে জানা গেছে। কাপ্তাই ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মো. ইমান আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, গাছ পড়ে মসজিদের মুয়াজ্জিনসহ ২ জন গুরুতর আহত হয়েছে। এঘটনায় মসজিদ ও মেসের ব্যাপক ক্ষতি সাধিত হয়।