ঝুলন দত্ত, কাপ্তাই ॥
মেয়াদোত্তীর্ণ খাবার ও ঔষুধ বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকারের অভিযানে রাঙামাটির কাপ্তাইয়ে তিনটি দোকানকে জরিমানা করা হয়েছে। বুধবার সকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন দোকান থেকে ৬ হাজার ৫০০টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক রানা দেব নাথ বলেন, কাপ্তাই নতুন বাজারে সকালে অভিযান পরিচালনা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নতুনবাজার আজমির কুলিং কর্নারকে তিন হাজার টাকা এবং স্বাদ কুলিং কর্নারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে কাপ্তাই মেডিকেল হলকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।
কাপ্তাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াস অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন এবং কাপ্তাই পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযানে সহায়তা করেন।