নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই ॥
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের আওতাধীন বাঘমারা রেঞ্জ এলাকায় অবৈধভাবে করাত কল স্থাপন করে কাঠ চিরাইয়ের অভিযোগ উঠেছে। অবৈধ করাতকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গত কয়েকদিন পূর্বে বাঘমারা এলাকার স্থানীয় জনসাধারণের পক্ষে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার বরাবরে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগে জানা যায়, সরকারি আইন অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চলের দুই কিলোমিটারের মধ্যে কোন রকম করাতকল স্থাপন না করার নিয়ম রয়েছে। কিন্তু কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের আওতাধীন বান্দরবানের বাঘমারা রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলের আধা কিলোমিটার দূরত্বে ৩৪৬নং মৌজার মুরুক্ষং মুখ পাড়ায় স্থানীয় একব্যক্তি যোগসাজশ করে প্রায় ৪-৫ মাস পূর্বে অবৈধভাবে একটি করাতকল স্থাপন পূর্বক কাঠ চিরাই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পরবর্তীতে নানা পন্থায় সেসব চিরাই কাঠ অন্যত্র পাচার করা হচ্ছে। অবৈধ করাতকলের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাল্পউড কর্তৃপক্ষের নিকট ওই আবেদন করা হয়।
এবিষয়ে বাঘমারা রেঞ্জের রেঞ্জার মো. কামালের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন, রেঞ্জের আওতাধীন এলাকায় অবৈধভাবে কয়েকটি করাতকল রয়েছে। এরমধ্যে দু’টি করাতকল উচ্ছেদে মামলা করা হয়েছে এবং মামলাগুলি চলমান রয়েছে। নতুন করে মুরুক্ষং মুখ পাড়া এলাকায় গত ৪-৫ মাস ধরে করাতকল চলছে, সে সম্পর্কে আমার জানা নেই, খোঁজ নিয়ে ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় তা উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. নূরুল ইসলামের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই। তবে সেখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে এবং খোঁজ নিয়ে এর সত্যতা নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।