ঝুলন দত্ত, কাপ্তাই ॥
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার(২৬ অক্টোবর) মধ্যরাতের পর পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কোব্বাতের ঘোনা এলাকার মো. আলী পাটোয়ারীর ছেলে মো. সোহেল পাটোয়ারী (২৯) এবং তাঁর বড় ভাই মো. সোহাগ(৩১)।
এছাড়া অভিযানে কেপিএম বাদশা মাঝির ঘোনা এলাকার মো: আহম্মদ আলীর ছেলে মো: আলী আকবর জিসান এবং কাপ্তাই নতুনবাজার ঢাকাইয়া কলোনির মোঃ আশরাফ এর ছেলে জিআর-২৪/২৩ মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামি মো. ফারুক(২১) কে’ গ্রেফতার করা হয়েছে।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মাসুদ জানান, গত রাতে কেপিএম এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় স্থানীয় জনগণের গণধোলাইয়ের শিকার কাপ্তাই থানার হত্যা মামলার আসামি মো: সোহেল পাটোয়ারী ও তাঁর বড় ভাই মো: সোহাগকে গ্রেফতার করা হয়। একই রাতে কাপ্তাই উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া সোহেল এর সহকর্মী মো. আলী আকবর জিসানকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরো জানান, অপরদিকে একই রাতে গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামি মো. ফারুক(২১) কে কাপ্তাই নতুনবাজার এলাকা হতে গ্রেফতার করা হয়।
শনিবার সকালে আসামিদের রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।