অর্ণব মল্লিক,কাপ্তাই
কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (১২ মে) কাপ্তাই উপজেলা হর্টিকালচার সেন্টার ভবনে এই ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণের ১ম দিনে কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান। এসময় কাপ্তাই উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন সহ প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকেরা উপস্থিত ছিলেন।
উক্ত প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় কৃষকদের মাঝে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ের ওপর গুরুত্ব তুলে ধরা হয়। এবং কৃষি উন্নয়নের মাধ্যমে কিভাবে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ করবে সেই বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়।।