কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, পাহাড়ের চূড়ায় বসবাসের কারণে প্রত্যন্ত অঞ্চল এবং দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার কথা স্বাভাবিক থাকলেও এটি কাপ্তাই উপজেলার জন্য ভিন্ন রূপ ধারণ করেছে। কাপ্তাই উপজেলা সদরের পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকায়ও যেখানে পৌঁছাতে সক্ষম নয় কোন যান চলাচল সেখানেও আমরা পৌঁছে দিতেও সক্ষম হয়েছি উন্নয়নের ছোঁয়া। পার্বত্য চট্টগ্রাম সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের তম্বপাড়া ও হাতিমারা পাড়া কেন্দ্রের শিশুদের মাঝে শনিবার সকালে ‘মিট দ্য মিল’ কর্মসূচির আওতায় শিশুদের খিঁচুড়ি খাবার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কাপ্তাই উপজেলা প্রতিনিধি মঞ্জু মনস ত্রিপুরা ও গ্রাম পর্যায়ের বিভিন্ন পাড়া কর্মীরা উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন আরো বলেন, প্রত্যেকটি গ্রামে গ্রামে পাড়া কেন্দ্রের অবস্থান রয়েছে কিন্তু তা কার্যকর যথাযথভাবে হচ্ছে কি না এই বিষয়েও আমরা সরজমিনে পাড়া কেন্দ্রে গিয়ে সার্বক্ষণিক মনিটর করছি। কোন শিশু যাতে এই কার্যক্রম থেকে বাদ না পড়ে আমরা সবসময় তদারক করছি।