সিআইপিডি রাঙামাটির উদ্যোগে ‘নির্বাচন প্রক্রিয়ায় সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিতকরনে নাগরিক সমাজের ভূমিকা’ বিষয়ক দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শনিবার কাপ্তাই উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী। সিআইপিডির সমন্বয়ক সাক্য মিত্র তংচংগ্যার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম ও কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ।
কর্মশালায় কাপ্তাই উপজেলার ইউপি সদস্য, হেডম্যান, কার্বারী, পাড়াপ্রধান, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন ভাইজ্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, ওয়া¹া মৌজার হেডম্যান অরুন তালুকদার, কাপ্তাই ক্লাবের সভাপতি এসপি মারমা, ওয়াগ্গ্যা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তংচংগ্যা, হেডম্যান চানকুমার তংচংগ্যা, ইউপি সদস্য মোঃ সবুজ, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেনসহ আরো অনেকে।