নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই ॥
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কেপিএম এলাকা তাদেরকে গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেন- কেপিএম এলাকার মোসলেহ উদ্দিনের পুত্র মো. শাহীনুর আলম শাহিন(৩৫) ও কাপ্তাই নতুন বাজারের মো. ইউসুফের পুত্র আব্দুল্লাহ ইবনে ইউসুফ(২১)। এদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা রেকর্ডভুক্ত ছিল।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার রেকর্ডভুক্ত মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদেরকে রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।