নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই
শেষ মুহূর্তে নির্ঘুম প্রচারণায় ব্যস্ত সময় পার করছে কাপ্তাই উপজেলার প্রার্থীরা। ২১ মে কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহূর্তে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। ইতিমধ্যে দুর্গম এলাকায়সহ বিভিন্ন স্থানে প্রার্থীরা নিজেদের পক্ষে ভোট আদায়ে লবিং করে চলছে। প্রকাশ্যে-অপ্রকাশ্যে প্রার্থীর পক্ষের দলীয় কর্মী ও আত্মীয়-স্বজনরা ভোটাদের দ্বারে দ্বারে ভোট ভিক্ষা চাইছে। প্রচন্ড গরমে কোনও কোনও প্রার্থী নির্বাচনী প্রচারণা করতে গিয়ে ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়ার খবরও পাওয়া গেছে। এত কষ্টের পরও শেষ মুহূর্তে গভীর রাত অবধি নির্ঘুম প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রার্থীরা।
কাপ্তাই উপজেলা নির্বাচনে আ’লীগ সমর্থিত প্রার্থী ছাড়া অন্য কোন দলের প্রার্থী না থাকায় নিজেদের দলের ভিতরে ত্রিমুখী লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে। কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী (আনারস প্রতীক) জানান, নির্বাচিত হলে কাপ্তাই উপজেলাকে বেকারমুক্ত, পর্যটকবান্ধব মডেল উপজেলা করা হবে। চেয়ারম্যান প্রার্থী কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন( দোয়াত কলম) জানান, তিনি চেয়ারম্যান হিসেবে বিজয়ী হলে কাপ্তাই উপজেলাকে মাদকমুক্ত উপজেলা করা হবে কাপ্তাইকে। চেয়ারম্যান প্রার্থী উপজেলা কৃষকলীগ সম্পাদক সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা (ঘোড়া প্রতীক) জানান, তিনি উপজেলা চেয়ারম্যান হলে কাপ্তাইকে একটি সুন্দর, মনোরম উপজেলা গঠনে কাজ করবেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই খোকন (টিউবওয়েল), সুইপ্রæ মারমা (টিয়া পাখি), চাষী কামাল উদ্দিন (উড়োজাহাজ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আহমেদ পপি (ফুটবল) ও বিউটি হোসেন (কলসি) মার্কা নিয়ে শেষ মুহূর্তে নির্ঘুম প্রচারণা চালিয়ে যাচ্ছে। তবে ২১ মে শেষ হাসি কে হাসবে। এটাই দেখার অপেক্ষায় কাপ্তাইবাসী।