বিশেষ প্রতিবেদক, কাপ্তাই ॥
কাপ্তাই থানা পুলিশ পৃথকভাবে অভিযান চালিয়ে চট্টগ্রামের লোহাগাড়া ও পাহাড়তলী থেকে সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্ত এবং নারী ও শিশু নির্যাতন মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে। গত বুধবার পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. সোহেল ও মো. আনোয়ার হোসেন(৩২)। আসামিদের রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি মো. মাসুদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই রবিউল আলম, এএসআই আলাউদ্দিন, এএসআই মনিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স গত বুধবার ভোরে চট্টগ্রাম জেলাধীন লোহাগাড়ায় বিশেষ অভিযান চালায়। এসময় জিআর মামলা নং-৪৪৪/২১ এবং সিআর বন মামলা নং- ১২/১৭ এর সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মো. সোহেল, পিতা- শাহাদাত, মদের টিলা, কাপ্তাই নতুন বাজার, থানা- কাপ্তাই, জেলা-রাঙামাটিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ওসি আরও জানায়, একইদিন কাপ্তাই থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলা নং-০২, তাং-৪/১২/২৪ করা হয়। গোপন সংবাদ পেয়ে মোহাম্মদ সোলাইমান, এসআই ফরহাদ, এএসআই রবিউল আলম, এএসআই কাউসার আলম, এএসআই আলাউদ্দীন, এএসআই জয়শ্রী পাল ও সঙ্গীয় ফোর্স চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওই মামলার ভিকটিম সহ আসামি মো. আনোয়ার হোসেন, পিতা- আবদুর শুক্কুর, সাং- পূর্ব সুজাপুর, থানা- সোনাগাজী, জেলা- ফেনী’ কে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিদ্বয়কে রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।