ঝুলন দত্ত, কাপ্তাই
রাঙামাটির কাপ্তাই প্রেস ক্লাবের ৭ সদস্য বিশিষ্ট দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে প্রেস ক্লাবের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী মোশাররফ হোসেন এবং পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঝুলন দত্ত।
এছাড়া নতুন কমিটির সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন কবির হোসেন, অর্থ সম্পাদক আলমগীর কবির এবং নির্বাহী
সদস্য নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম লাভলু, নুর হোসেন মামুন ও অর্ণব মল্লিক।
এর আগে বৃহস্পতিবার (১৮ মে) বিকেল ৩ টায় কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সভা উপজেলা প্রেস ক্লাব দপ্তরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি কবির হোসেন। সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের বিদায়ী কমিটির সহ সভাপতি নজরুল ইসলাম লাভলু, অর্থ সম্পাদক নুর হোসেন মামুন ও নির্বাহী সদস্য কাজী মোশাররফ হোসেন।