হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
কাপ্তাই সঙ্গীত প্রতিভা অন্বেষণ ২০২৩ এ ফাইনাল রাউন্ডে বাংলা গানের ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার সামাউ মারমা। সে বাংলা গানের পাশাপাশি মারমা গানেও দ্বিতীয় স্থান অর্জন করে। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২ শত প্রতিযোগিকে পেছনে ফেলে এমন ঈর্ষনীয় কৃতিত্ব অর্জন করে সামাউ মারমা।
চ্যাম্পিয়ন সামাউ মারমা রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ম্রংদং পাড়ার কোয়াইথুই মারমা এবং সুইক্লি মারমার সন্তান। সন্তানের এমন অর্জনে পিতা মাতা সকলের কাছে আশীর্বাদ করেন যেন সে আরো এগিয়ে যেতে পারে। সামাউ মারমা কাপ্তাই সুইডিশ পলিটেকনিক ইনস্টিটিউটের ৩য় বর্ষের শিক্ষার্থী।
কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বিভিন্ন জাতিসত্তার নিজস্ব ভাষায় আয়োজিত এই প্রতিযোগিতায় ২শত প্রতিযোগি অংশগ্রহণ করে। ৫ম রাউন্ডে এসে এই সঙ্গীত প্রতিভা অন্বেষণ ২০২৩ এর ফাইনাল রাউন্ড সম্পন্ন হয়।
গত সোমবার ( ৩১ জুলাই) বিকালে রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে কাপ্তাই সঙ্গীত প্রতিভা ২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার। তিনি বলেন, সংস্কৃতি চর্চা মানুষের মনকে বড় করে। কাপ্তাই সঙ্গীত প্রতিভা অন্বেষণ এর মাধ্যমে নতুন নতুন প্রতিভা বের হয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি রুমন দে’র সভাপতিত্বে উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লে: কর্নেল সাব্বির আহমেদ এএসসি, জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসেন,
কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি খোরশেদুল আলম কাদেরী, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, সাবেক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী রুবায়েত আক্তার চৌধুরী ও ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী।
এতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই সঙ্গীত প্রতিভা অন্বেষণ ২০২৩ এর আহবায়ক ও উপজেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি ডা: প্রবীর খিয়াং এবং উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক মংসুইপ্রু মারমা।
প্রসঙ্গত, গত ৩ জুন কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলা গানের চর্চার পাশাপাশি ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর সংস্কৃতি চর্চা বিকাশে কাপ্তাই সঙ্গীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা শুরু হয়।
এতে ২ শতাধিক বাংলা গানের শিল্পীর পাশাপাশি মারমা, তনচংগ্যা, চাকমা, খিয়াং, পাংখোয়া, বম ও ত্রিপুরা ভাষার শতাধিক প্রতিযোগী অংশ নেন। ৫ টি রাউন্ড প্রতিযোগিতা শেষে গত ২২ জুলাই চুড়ান্ত রাউন্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়