অর্ণব মল্লিক, কাপ্তাই ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ম বারের মতো গত ২৪ ঘন্টায় নরমাল ডেলিভারিতে সাতটি শিশুর জন্ম হয়েছে। তার মধ্যে চারটি মেয়ে শিশু ও তিনটি ছেলে শিশু হয়েছে। বর্তমানে নবজাতক শিশু ও তাদের মায়েরা সুস্থ আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, গাইনি কনসালটেন্ট ডা. তওফিকুন নাহার মোনার সার্বিক তত্ত্বাবধানে এ ডেলিভারি সম্পন্ন করেন সিনিয়র স্টাফ নার্স করুণাময়ী তঞ্চঙ্গ্যা, প্রমিলা বিশ্বাসের নেতৃত্বে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত নার্সিং কর্মকর্তাবৃন্দ।
এছাড়া তিনি আরো বলেন, বর্তমানে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাপ্তাইয়ের দুর্গম প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবার বাতিঘর হিসেবে পরিচিতি পেয়েছে। দুর্গম অঞ্চলের রোগীরা এখানে খুব সহজে সর্বোচ্ছ স্বাস্থ্য সেবা পাচ্ছে। এর আগেও নরমাল ডেলিভারিতে কাপ্তাই কয়েকটি শিশুর জন্ম হয়েছে। তবে হাসপাতালের ইতিহাসে প্রথমবারের মতো ২৪ ঘন্টায় নরমাল ডেলিভারিতে ৭টি শিশুর জন্ম হয়েছে। এতে করে স্থানীয় বাসিন্দাদের মাঝে হাসপাতালের আস্থা, ভরসা বৃদ্ধি পাচ্ছে।