নিজস্ব প্রতিবেদক
কাপ্তাই হ্রদে জাঁক দিয়ে মাছের সুষ্ঠু বংশবৃদ্ধি ও অবাদ বিচরণের প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে সাতটি নৌকা ও জাল জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) রাঙামাটি অঞ্চল। মঙ্গলবার বিকালে রাঙামাটির হরিণা টিলা এলাকায় এক অভিযানে এসব সামগ্রী জব্দ করা হয়।
বিএফডিসি সূত্রে জানানো হয়,কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু বংশবিস্তার ও অবাধ বিচরণের স্বার্থে হ্রদ এলাকায় কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি (যেমন: জাঁক দেয়া, অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে গাছের গুঁড়ি বা গুইট্টা অপসারণ, মাছের নিরাপদ আবাসস্থল ধ্বংস) সম্পূর্ণ অবৈধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। এ সিদ্ধান্ত বাস্তবায়নে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রতিবছরের ন্যায় এ বছরও নৌ-পুলিশের সহায়তায় হ্রদের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় বিএফডিসি টহল টিম ও নৌ-পুলিশ গোপন সোর্স থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাঙামাটির হরিণা টিলায় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি জাঁক জাল, একটি কেচকি জাল, দুইটি অক্সিজেন সিলিন্ডার, চারটি ইঞ্জিন চালিত নৌকা ও তিনটি সাধারণ কাঠের নৌকা জব্দ করা হয়।
বিএফডিসি রাঙামাটি অঞ্চলের ব্যবস্থাপক কমান্ডার মো. আশরাফুল আলম ভূঁইয়া হ্রদে জাঁকবিরোধী অভিযান ও টহল অব্যাহত রাখার কথা জানিয়েছেন।