জিয়াউল জিয়া
৯দিন পর ফের চালু হলো পর্যটকদের সবচেয়ে পছন্দের কাপ্তাই হ্রদের নৌ ভ্রমণ। সোমবার (১৪ আগস্ট) এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। তিনি আরও জানান, যেহেতু হ্রদে পাহাড়ি ঢল নাই। তাই সব কিছু বিবেচনা করে নিষেধাজ্ঞা প্রত্যাকার করা হয়েছে।
শনিবার (৫ আগস্ট) জানমালের নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য কাপ্তাই হ্রদে পর্যটকবাহী নৌ চলাচলের নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। পরবর্তিতে রবিবার (৬ আগস্ট) যাত্রীবাহী লঞ্চচলাচলে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও পর্যটকবাহী নৌ চলাচলের নিষেধাজ্ঞা বলবৎ থাকে।
সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর শহরের পর্যটন ঘাট, রির্জাভ বাজার ও ফিসারীঘাট থেকে বেশ কয়েকটি বোট সুবলং ঝর্নাসহ বিনোদন কেন্দ্রগুলোতে বোট ছেড়ে যায়।
রাঙামাটি সদর হতে শুভলং ঝর্ণার দুরত্ব মাত্র ২৫ কিলোমিটার দূরে। নৌ-পথে শুভলং বাজার যাওয়াার আগে এই ঝর্ণাটির দেখা মিলে। এখানে প্রতিবছর বর্ষা মৌসুমে হাজারো পর্যটকের সমাগম ঘটে। বর্ষা মৌসুমে শুভলং ঝর্ণার জলধারা প্রায় ৩০০ ফুট উঁচু থেকে নিচে আঁছড়ে পড়ে কাপ্তাই হ্রদের জলে গিয়ে মিশে যায়।
রাঙামাটিতে বর্ষার এই ভরা মৌসুমে পর্যটকদের প্রথম পছন্দ হ্রদে নৌ ভ্রমণ এবং সুবলং এর অবস্থিত দুটি ঝর্নায় ঘা ভেজানো। দেশের বিভিন্ন পান্থ থেকে মানুষ ছুটে আসে এই ঝর্নায় যেতে। পর্যটকবাহী নৌ চলাচলে নিষেধাজ্ঞা থাকায় ভাটা পরে পর্যটকদের। পর্যটকবাহী নৌ চলাচলা বন্ধ থাকায় ভাটা পড়ে হোটেল মোটেলের ব্যবসা।
এদিকে পর্যটন ঘাট ইজারাদার মো. রমজান আলী জানান, গত ৫ আগস্ট থেকে পর্যটক ভ্রমণকারী ছোট ছোট বোটগুলোও বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিলো। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আজ থেকে বোট সুবলং ঝর্নায় পর্যটক নিয়ে বোট ছেড়ে যাচ্ছে। আশা করছি এর ফলে আবারও পর্যটক মুখর হবে রাঙামাটি।
রাঙামাটি শহরের হোটেল স্কোয়ার পার্কের মালিক মো. নেয়াজ উদ্দিন জানান, পর্যটকবাহী নৌ চলাচল বন্ধ থাকায় তখন অনেক বুকিং বাতিল হয় এবং পর্যটক শূণ্যের কোটায় নেমে আসে। এখন যেহেতু চালু হয়েছে আশা করছি আবারও পর্যটক বাড়বে।
রাঙামাটি শহরের হোটেল গ্রান্ড মাস্টার হোটেলের মালিক মো. শাহীন আল মামুন জানান, রাঙামাটি বেড়ানোর অন্যতম উপযুক্ত সময় বর্ষা মৌসুম। পাহাড়ি ঝর্নাগুলো প্রাণ ফিরে পেয়েছে। তাই পর্যটকদের বরণে আমরা প্রস্তুত। তিনি আরও জানান, সেই সময় অনেক বুকিং বাতিল হয়। আশা করছি আবারও পর্যটকটা রাঙামাটি আসবে প্রকৃতি উপভোগ করতে।
কাপ্তাই হ্রদে ট্যুরিষ্ট বোট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাঙামাটি
2 Mins Read
Previous Articleডিজিটাল নথির যুগে প্রবেশ রাবিপ্রবি’র
Next Article ছাদ হতে পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.