অর্ণব মল্লিক, কাপ্তাই
কাপ্তাই হ্রদের পানি অতিরিক্ত হওয়ায় কাপ্তাই বাঁধের স্প্রিলওয়ে খুলে বৃহস্পতিবার তিনটায় পানি ছাড়া হবে এমন একটা গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি গুজব জানিয়ে যখনই কাপ্তাই হ্রদের পানি ছাড়া হবে তখন অন্তত ছয়ঘণ্টা আগে গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে জানিয়েছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।
তিনি জানান, কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল (মিনস সি লেভেল), বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত হ্রদে পানি রয়েছে ১০৪. ২৮ এমএসএল। পানি স্তর ১০৭ কিংবা ১০৮ এমএসএস হলেই তখনই পানি বাঁধের স্প্রিলওয়ে খুলে পানি ছেড়ে দেয় হয়।।টানা ভারি বৃষ্টিপাত না হলে অন্তত আগামী ২৪ ঘন্টায়ও এতো পানি বৃদ্ধি পাওয়ার কোন শঙ্কা নেই। ফলে আপাতত কাপ্তাই হ্রদ থেকে পানি ছাড়ার কোন সম্ভাবনা নেই।
আর যদি পানি ছাড়তেই হয় তবে অন্তত ৬ ঘন্টা আগে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। পানি ছাড়ার বিষয়ে কর্তৃপক্ষ কোন মাইকিং করেনি এবং আগামীতেও করার সম্ভবনা নেই বলে জানিয়েছেন ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।
এদিকে পানি না ছাড়ার বিষয়টি বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা প্রশাসক ও কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি মোশাররফ হোসেন।