নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই ॥
ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে কাপ্তাই ৮ আনসার ব্যাটালিয়নের উদ্যোগে বৃহস্পতিবার মশক নিধন, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও প্রচারপত্র বিলি করা হয়েছে।
এসময় কাপ্তাই উপজেলার শিলছড়ি বাজার, শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লিফলেট বিতরণ করা হয় এবং শিলছড়ি জামে মসজিদের পাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত করা হয় ।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় ৮ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ নূরুল আবছারের নেতৃত্বে র্যালি, লিফলেট বিতরণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এতে ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন।