কারিতাস পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অতি দরিদ্রদের টেকসই জীবিকা নিশ্চিতকরণ প্রকল্পের (ইএসএলইপি) আওতায় বান্দরবানের লামা উপজেলায় হতদরিদ্র উপকারভোগী পরিবারের মধ্যে বিনামূল্যে গবাদি পশু বিতরন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদার প্রতি পরিবারে একটি করে ১৪টি গরু বিতরনের মাধ্যমে বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ কার্যক্রমের মাধ্যমে পর্যায়ক্রমে ৫টি ইউনিয়নের ৩৮৭ পরিবারের মধ্যে গবাদি পশু বিতরনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়।
এ উপলক্ষ্যে প্রকল্প কার্যালয়ে মাঠ সহায়ক অরুপ রতন চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, প্রকল্পের বান্দরবান কর্মসূচী কর্মকর্তা সুভাষ আন্তনি গোমেজ, মাঠ কর্মকর্তা জুয়েল তালুকদার, সাংবাদিক মো. ফরিদ উদ্দিন ও মো. নুরুল করিম আরমান।
আলোচনা সভায় বক্তারা কারিতাসের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের প্রশংসা করে বলেন, কারিতাসের প্রদানকৃত গবাদি পশু বিক্রি না করে, লালন পালনের মাধ্যমে সংসারের আয় বৃদ্ধির পাশাপাশি প্রতিটি পরিবারকে আর্থ-সামাজিকভাবে প্রতিষ্ঠি হতে হবে।
কারিতাসের ইএসএলইপি প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা জুয়েল তালুকদার বলেন, লামা উপজেলার রুপসীপাড়া, সরই, ফাঁসিয়াখালী, গজালিয়া ও লামা সদর ইউনিয়নের সর্বমোট সম্পদ ক্ষতিগ্রস্ত ২৬৩টি উপকারভোগী পরিবারের মধ্যে ১টি করে গরু ও অ-সফল উপকারভোগী ১১৪ পরিবারের মধ্যে ১টি করে পূণরায় গরু, ছাগল, শুকর বিতরন এবং ক্ষুদ্র ব্যবসার লক্ষ্যে ১০ পরিবারকে সহায়তা প্রদান করা হবে।
কারিতাসের গবাদি পশু বিতরন
পার্বত্য উন্নয়ন
1 Min Read
Previous Articleরাঙামাটিতে ইউনিসেফ কান্ট্রি প্রধান
Next Article মানিকছড়িতে কারিতাসের সবজি বীজ বিতরণ
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.