কাউখালী প্রতিনিধি ॥
কাউখালী ঘিলাছড়ি সড়কে কালভার্ট ধসের ফলে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। শনিবার রাতে এ কালভার্ট ধসের ঘটনা ঘটে। এতে প্রায় ১২ ঘন্টা সকল প্রকার যানচাল বন্ধ থাকে।
স্থানীয় সিএনজি চালিত অটোরিক্সা চালক লিয়াকত আলী জানান, শনিবার দিবাগত রাতে হঠাতই কাউখালী ঘিলাছড়ি সড়কের থুইমং চেয়ারম্যান এর মৎস্য প্রজেক্টের একটু আগের কালভার্টি ধসে পড়ে। এতে কোন গাড়ি দুর্ঘটনায় না পড়লেও সকল প্রকার গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। রবিবার দুপুরে স্থানীয় সিএনজি ও মোটরসাইকেল চালকরা বাঁশ, খুঁটি, মাটি দিয়ে ছোট গাড়ি চলাচল করার মত ব্যবস্থা করে।
ঘাগড়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। আপাতত বল্লি (খুঁটি) গেড়ে চলাচলের উপযোগী করা হবে। এলজিইডি থেকে দ্রুত কালভার্ট নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে।