রাঙামাটিতে স্মেইল এন্ড মিডিয়া এন্টারপ্রাইজ ফাউন্ডেশন (এসএমই) এর আয়োজনে এবং উদ্যোক্তা উন্নয়ন সংগঠন নাসিবের সহযোগিতায় ৫দিনব্যাপী “কিভাবে নতুন ব্যবসা শুরু করতে হয়” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্যোক্তা উন্নয়ন সংগঠন নাসিব রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি সুচরিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এসএমই ফাউন্ডেশনের ম্যানেজার মোঃ রাকিব উদ্দিন খান, নাসিব রাঙামাটি জেলা শাখার সভাপতি ও আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক জেবা পারভিন ও ফখরুন নাহার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন নাসিব রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি ওমর ফারুক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, প্রশিক্ষণে নেওয়া অভিজ্ঞতাকে বাস্তবে রূপ দিতে হলে নিজের মধ্যেই আগে উদ্যোগী মনোভাব সৃষ্টি করতে হবে। নিজের প্রতিভাকে বাস্তবে পরিণত করে তা প্রচার এবং প্রসার করতে হবে। তিনি বলেন, নীতি ও নৈতিকতা ঠিক রেখে ধৈর্য ধরে কাজ করলেই ব্যবসায় সুফল বয়ে আসবেই। হস্তশিল্প ও ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে পার্বত্যাঅঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বেশি বেশি উদ্যোক্তা সৃষ্টি করতে পারলে এ জেলা তথা দেশ অনেক দূর এগিয়ে যাবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার লালিত স্বপ্ন ২০২১সালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করার। তাঁর স্বপ্ন বাস্তবায়নে এই ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শেষে ফুড প্রসেসিং, ফ্যাশন ডিজাইন, হস্তশিল্প, দক্ষতা বৃদ্ধি ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেওয়া জেলার ২৮ নারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিরা।